Gk For NTPC In Bengali | বাংলা জিকে Part-34

Gk For NTPC In Bengali | বাংলা জিকে Part-34


Gk For NTPC In Bengali | বাংলা জিকে Part-34


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Gk For NTPC In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Gk For NTPC In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Gk For NTPC In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Gk For NTPC In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-34



1. বায়োগ্যাসের মধ্যে কত শতাংশ মিথেন গ্যাস থাকে ? 

উত্তর : 75%

2. মিথেন হাইড্রেটের ওপর নাম কি ? 

উত্তর : ফায়ার আইস

3. একই উষ্ণতা ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখক অনুর ধারণা কে দেন ? 

উত্তর :  বিজ্ঞানী অ্যাভোগাড্রো

4. কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় ? 

উত্তর : লম্ব আপাতনের ক্ষেত্রে

5. কোন বর্ণের আলোকরশ্মির চ্যুতি সর্বোচ্চ ? 

উত্তর : বেগুনি বর্ণ 

6. আলোর তরঙ্গদৈঘ্যের সাথে মাধ্যমের প্রতিসরাঙ্ক এর কেমন সম্পর্ক ? 

উত্তর : ব্যস্তসর্ম্পক

7. সরল ভোল্ট কোশের তড়িৎচালক বলের মান কত ? 

উত্তর : 1.08 V

8. ফিউজের পরিবর্তে ব্যবহৃত MCB এর সম্পূর্ণ রূপ কি ? 

উত্তর : Miniature Circuit Breakers

9. যে বিভব পতন বর্হিবর্তনীতে কোনো কাজে আসে না তাকে কি বলে ? 

উত্তর : নষ্ট ভোল্ট 

10. অ্যাসেটিক অ্যাসিড কেমন ধরণের তড়িৎবিশ্লেষ্য ? 

উত্তর : মৃদু তড়িৎবিশ্লেষ্য



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.