Bangla General Knowledge | বাংলা জিকে Part-9

Bangla General Knowledge | বাংলা জিকে Part-9


Bangla General Knowledge | বাংলা জিকে Part-9


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Bangla General Knowledge | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-9



1. যকৃতে অবস্থিত কোন কোষ রোগ-জীবাণুদের ধ্বংস করে ? 

উত্তর : কুফার কোষ

2. অ্যামাইলোপ্লাস্টে কোন ধরনের খাদ্য জমা থাকে ? 

উত্তর : শ্বেতসার 

3. একটি বহুযৌগিক শর্করার উদাহরণ হলো ? 

উত্তর : গ্লাইকোজেন

4. কোন বিজ্ঞানী ভিটামিন কে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলে অভিহিত করেন ? 

উত্তর : হপকিন্স

5. একটি সিউডোভিটামিনের উদাহরণ কি ? 

উত্তর : মিথাইল কোবালামিন

6. থাইরক্সিনের উপাদান গঠন করে কোন মৌল ? 

উত্তর : আয়োডিন

7. অক্সিজোম শব্দটি কোন কোশীয় অঙ্গানুর সাথে সম্পর্কিত ? 

উত্তর : মাইটোকন্ড্রিয়া

8. কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ? 

উত্তর : রাইবোজোম 

9. কোন বিজ্ঞানী প্রমান করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয় ? 

উত্তর : ব্ল্যাকম্যান

10. কোন বিজ্ঞানী 'সাইটোপ্লাজমীয় আবর্তন' মতবাদ প্রকাশ করেন ? 

উত্তর : ডি ভৃস




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.