আলেকজান্ডার দ্য গ্রেট PDF | Alexander the Great PDF

আলেকজান্ডার দ্য গ্রেট PDF | Alexander the Great PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আলেকজান্ডার দ্য গ্রেট PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Alexander the Great PDF. নিচে আলেকজান্ডার দ্য গ্রেট PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Alexander the Great PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

আলেকজান্ডার দ্য গ্রেট PDF | Alexander the Great PDF


আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন? Who is Alexander the Great?


ম্যাসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার (২০ অথবা ২১ জুলাই ৩৫৬ খ্রিষ্টপূর্বাব্দ – ১০ অথবা ১১ জুন ৩২৩ খ্রিষ্টপূর্বাব্দ), যিনি মহান আলেকজান্ডার নামে জগদ্বিখ্যাত, ছিলেন ম্যাসিডন নামক প্রাচীন গ্রিক রাজ্য শাসনকারী আর্গিয়াদ রাজবংশের একজন রাজা। ৩৫৬ খ্রিষ্টপূর্বাব্দে পেল্লা নামক স্থানে জন্মগ্রহণ করে আলেকজান্ডার মাত্র কুড়ি বছর বয়সে তার পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন। তার শাসনকালের অধিকাংশ সময় তিনি উত্তর-পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন এবং ত্রিশ বছর বয়সের মধ্যে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্য্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই অপরাজেয় সমরবিদ ইতিহাসের অন্যতম সফল সেনানায়ক হিসেবে পরিগণিত হন।



Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আলেকজান্ডার Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আলেকজান্ডার Pdf. নিচে আলেকজান্ডার টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Alexander the Great  Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




সুতরাং, দেরি না করে এখনই আলেকজান্ডার Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন


আলেকজান্ডার দ্য গ্রেট PDF | Alexander the Great PDF



১) আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?

উত্তর:- ম্যাসিডনের

২) আলেকজান্ডার এর পিতার নাম কি?

উত্তর:- রাজা লুই ফিলিপ

৩) আলেকজান্ডার এর শিক্ষকের নাম কী?

উত্তর:- অ্যারিস্টেটল

৪) আলেকজান্ডারের স্ত্রীর নাম কী?

উত্তর:- ক) ব্যাকট্রিয়ার রোক্সনা,খ) পারস্যের দ্বিতীয় স্টেটেইরা

৫) সেলুকাস কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের সেনাপতি

৬) নিয়ারকুস কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের নৌসেনাপতি

৭) আলেকজান্ডার কবে ভারতের মাটিতে পা রাখেন?

উত্তর:- ৩২৭ খ্রীস্টপূর্বে

৮) পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ কোথায় হয়?

উত্তর:- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে

৯) হিদাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়?

উত্তর:- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে হিদাস্পিসের যুদ্ধ আলেকজান্ডার ও কুরু রাজ্যের রাজা পুরুর মধ্যে হয়। আলেকজান্ডারের সেনাগন ঝিলাম নদীকে হিদাস্পিস বলত। সেই অনুসারে এই যুদ্ধের নাম হয় হিদাস্পিসের যুদ্ধ।

১০) আলেকজান্ডার কোন রাজাকে যুদ্ধে পরাজিত করেও তার সাথে বন্ধুত্বস্থাপন করে তার রাজত্ব ফিরিয়ে দেন?

উত্তর:- কুরু রাজ্যের রাজা পুরুকে

১১) কোন দূর্গ দখল করতে গিয়ে আলেকজান্ডার নিজেও আহত হন?

উত্তর:- মালব

১২) আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন রাজা রাজত্ব করত?

উত্তর:- নন্দবংশের রাজা ধননন্দ। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে ধননন্দের সেনাবহরের কথা শুনে ভয় পেয়ে আলেকজান্ডারের সেনাবাহিনী  বিপাশা নদী অতিক্রম করে মগধ রাজ্যকে আক্রমণ করে নি। এজন্য ধননন্দকে ভারতের রক্ষাকর্তা বলা হয়।

১৩) আলেকজান্ডার কত সময় ভারতে ছিলেন?

উত্তর:- ১৯ মাস

১৪) আলেকজান্ডারের কোন সেনা আধিকারিক, যা তার বেতন তার দ্বিগুন বেতন পেতেন?

উত্তর:- সেনাপতি সেলুকাস

১৫) আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন?

উত্তর:- তৃতীয় দারায়ুস

১৬) মেগাস্থিনিস কার দুত ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের

১৭) মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কী?

উত্তর:- ইন্ডিকা

১৮) মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য।

১৯) আলেকজান্ডার কোন মহাকাব্যকে সবসময় নিজের কাছেই রাখতেন?

উত্তর:- হোমারের লেখা ইলিয়াড

২০) আলেকজান্ডার কবে কোথায় মারা যান?

উত্তর:- ৩২৩ খ্রীস্টপূর্বাব্দে জুন মাসে ব্যাবিলনে জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।


Download আলেকজান্ডার দ্য গ্রেট PDF | Alexander the Great PDF


File Details:-

File Name:- আলেকজান্ডার দ্য গ্রেট PDF [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download








Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.