History of India GK Question and Answer: ভারতের ইতিহাস থেকে কিছু জিকে প্রশ্নোত্তর

History of India GK Question and Answer

History of India GK Question and Answer
 History of India GK Question and Answer

Dear Students,

         আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি জেনারেল নলেজের (History of India GK Question and Answer) কিছু প্রশ্নোওর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে প্রচুর জেনারেল স্টাডিজ প্রশ্ন আসে। তাই আমরা ইতিহাসের কয়েকটি রাজার শাসনকাল থেকে কিছু বাছাই করা পশ্নোত্তর নিয়ে এসেছি। নিচে জেনারেল নলেজ সেটটি যত্নসহকারে পড়ুন।

History of India GK কিছু প্রশ্নোত্তর:

1. মুঘল আমলে ভূমি রাজস্বের কত ভাগ জায়গিরদারদের নিয়ন্ত্রণে ছিল– ৫ ভাগের প্রায় ৪ ভাগ।
2. ভারতে কুতুব-উদ-দ্বীন আইবকের  সময়কাল কত– মাত্র ৪ বছর।
3. ভরতপুর রাজ্য কারা প্রতিষ্ঠা করেন– জাঠরা।
4. আলী মর্দান খলজি কোথাকার শাসনকর্তা– বঙ্গদেশের।
5. কোথায় কুতুব-উদ-দ্বীনকে সমাধিস্থ করা হয়– লাহোরে।
6. ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে  উত্তরাধিকারী হন– সম্রাট বাহাদুর শাহ।
7. কুতব-উদ-দ্বীনের ক'টি রাজধানী ছিল–  দু'টি দিল্লি ও লাহোর।
8. জমা কী– নির্ধারিত রাজস্ব ।
9. ঔরঙ্গজেবের আমলে জায়গিরদারদের সংখ্যা কত দাঁড়ায়– ১৪,৪৪৯ জুন।
10. কত সালে কুতুব - উদ - দ্বীন আইবকের মৃত্যু হয়– ১২১০ সালে।
11. হাসান নিজামী ও ফাকাড়ি মুদি কার রাজসভা অলঙ্কৃত করেন– কুতুব-উদ-দ্বীন।
12. কত সালে দিল্লির সুলতানী সাম্রাজ্যের পতন হয়– ১২০৬ সালে।
13. শিবাজীর মৃত্যু হয় কবে– ১৬৮০ সালে।
14. মহম্মদ ঘোরীর মৃত্যুর পর কে গজনির সিংহাসনে বসেন–  তাজ-উদ-দ্বীন।
15. প্রতিটি সুবার শাসনকর্তাদের কী বলা হত– সুবাদার (সিপাহসলার বা, নাজিম )।
16. ঔরঙ্গজেবের আমলে বাংলার দেওয়ান কে ছিলেন– মুর্শিদকুলি খাঁ।
17. সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়– ইলতুৎমিসকে।
18. ব্রিটিশ বণিকরা মুঘল সম্রাট ফারুসিয়ারের কাছে দরবার করার জন্য বসেন কাদের দূত হিসাবে পাঠান– সারমান ও হ্যামিল্টনকে।
19. ইলতুৎমিস কত সালে দিল্লির সিংহাসনে বসেন– ১২১১ সালে।
20. পান্না কার রাজধানী ছিল– ছত্রশালের।
21. Decan Ulcer  কথাটি কার সঙ্গে জড়িত– ঔরঙ্গজেবের সঙ্গে।
22. কত সালে বাগদাদের খলিফা  ইলতুৎমিসকে অভিনন্দন জানান– ১২২৯ সালে।
23. ধর্ম গুরু দাদু দয়াল কেনি ধর্মে গভীরভাবে প্রভাবিত হন– সুফিবাদ।
24. কার রাজত্বকালে দিল্লিতে প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন হয়– ইলতুৎমিসের রাজত্বকালে।
25. মনসবদাররা কী করতেন– জায়গির এলাকায় খাজনা বা, রাজস্ব আদায় করতেন।
26. ইলতুৎমিস কত বছর দিল্লির সিংহাসন অলংকৃত করেছিলেন– ২৬ বছর।
27. গোকলা কে ছিলেন– জাঠ বিদ্রোহের নেতা।
28. কীভাবে কুতুব-উদ-দ্বীন আইবকের মৃত্যু হয়– পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে।
29. আরবি মুদ্রার অনুরূপ ১৭৫ গ্রাম ওজনের রূপার টাকার প্রচলন কে করেন– ইলতুৎমিস।
30. পরবর্তী মুঘল কাদের বলা হয়– ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের।
31. আকবর কবে জায়গির প্রথা 'দহশলা'র পুনঃপ্রবর্তন করেন– ১৫৮০ সালে।
32.  কে 'মগ' দের হারিয়ে চট্টগ্রামের দখল নেন– শায়েস্তা খাঁ।
33. নুর-উদ-দ্বীন জাহাঙ্গীর পাদসা সিংহাসনে বসে প্রথম ক’টি দস্তুরুল আমল ( আচরণবিধি ) জারি করেন– ১২ টি।
34. ঔরঙ্গজেব কবে মারা যান– ১৭০৭ সালে।
35. হাসিল কী– আদায়ীকৃত রাজস্ব।
36. কোথায় ঔরঙ্গজেবের মৃত্যু হয়– আহমেদনগরে।
37. ঔরঙ্গজেব কোন ধমীয় সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন– সুন্নি মুসলমান।
38. আফ্রিদি উপজাতির বিদ্রোহ কার সময় তীব্রভাবে দেখা দেয়– ঔরঙ্গজেব।
39. আকবরের রাজস্ব ব্যবস্থায় পরামর্শদাতা কে ছিলেন– তোডরমল।
40. কত সালে ইলতুৎমিসের মৃত্যু হয়– ১২৩৬ সালে।
41. 'Period of Consolidation' কোন সময়কে বলা হয়– ১২০৬ থেকে ১২৯০ সালের মাঝামাঝি সময়কালকে।
42. মহম্মদ জনাইদির নাম কার সঙ্গে সংযুক্ত– সুলতানা রাজিয়া।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.