অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর | বৈদিক যুগের প্রশ্নোত্তর | ইতিহাস MCQ প্রশ্ন | Vedic Period MCQ PDF

বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Vedic Period MCQ PDF PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর PDF. নিচে বৈদিক যুগের প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Vedic Period MCQ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

বৈদিক যুগ বা বৈদিক যুগ হল খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কাল। সিন্ধু সভ্যতার পর তারাই ছিল পরবর্তী প্রধান সভ্যতা। এই সময়কালে উত্তর ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মের প্রাচীনতম পবিত্র গ্রন্থ বেদ রচিত হয়েছিল। বেদ হল ধর্মীয় গ্রন্থ যা হিন্দু ধর্মের ভিত্তি।

বৈদিক সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতা গুলোর মধ্যে অন্যতম। সুমেরীয় সভ্যতার পরেই বৈদিক সভ্যতার বিকাশ হয়। সেই হিসাবে বৈদিক সভ্যতার উদ্ভব মিশরীয় সভ্যতা এবং রোমান ও গ্রিক সভ্যতার কয়েক হাজার বছর আগে । বৈদিক সভ্যতার সুচনা আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে। তবে সব চাইতে আকর্ষনীয় ব্যাপার হল বৈদিক সভ্যতার নিদর্শন, বিশেষতঃ সাহিত্য ও ধর্মীয় বিষয়াদি আজও খুজে পাওয়া যাবে। বর্তমানে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের উৎপত্তি বৈদিক সভ্যতা থেকে।

বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর | বৈদিক যুগের প্রশ্নোত্তর | ইতিহাস MCQ প্রশ্ন | Vedic Period MCQ PDF

আজ বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর PDF টি শেয়ার করছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ বৈদিক যুগের প্রশ্নোত্তর রয়েছে। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর বিভিন্ন Competitive Exam যেমন- WBCS, PSC, ICDS, Police Constable, Fire Operators, Railway Group D, NTPC, Clerkship সহ অন্যান্য পরীক্ষা গুলির প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে বিশেষভাবে। 





কিছু নমুনা নীচে দেওয়া হল সম্পূর্ণ পিডিএফ টি নীচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন 

বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর | বৈদিক যুগের প্রশ্নোত্তর | ইতিহাস MCQ প্রশ্ন | Vedic Period MCQ PDF 


(১) আর্যরা কখন ভারতে এসেছিলেন?

উত্তরঃ ১৫০০ খ্রীষ্টপূর্বাব্দ

(২) চতুরাশ্রমের মধ্যে কোন আশ্রমটি প্রথম আশ্রম?

উত্তরঃ ব্রম্ভচর্য

(৩) নীচের কোনটি আর্যদের এক ধরনের খাজনার নাম?

উত্তরঃ বালি

(৪) বৈদিক যুগে প্রচলিত মুদ্রা হল _____

উত্তরঃ মনা

(৫) গোত্রের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?

উত্তরঃ অর্থব বেদ

(৬) সাম বেদে কতগুলি স্তোত্র আছে?

উত্তরঃ ১৬০৩ টি

(৭)  নিন্মলিখিতগুলির মধ্যে কোনটি আর্যদের প্রাচীনতম গ্রন্থ?

উত্তরঃ ঋক বেদ

(৮) গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায় কোথায়?

উত্তরঃ ঋক বেদের তৃতীয় মন্ডলে

(৯) আর্য সমাজে পরিবারের প্রধানকে কি বলা হত?

উত্তরঃ কুলপতি

(১০) আর্যরা প্রথম ভারতের কোথায় বসতি স্থাপন করেছিলেন?

উত্তরঃ মুলতান


Download বৈদিক সভ্যতা MCQ প্রশ্নোত্তর PDF


File Details:-

File Name:- Vedic Period MCQ PDF [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download







[ঘোষণা : যদি এই PDF টি ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় ,তা আপনারা নীচের কমেন্ট Box এ কমেন্ট করে জানানGksolves যত দ্রুত সম্ভব আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবে।]


পোস্ট টি অবশ্যই বন্ধুদের সাথে Facebook,WhatsApp এ শেয়ার করুন নিচের শেয়ার লিংক থেকে 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box