India's neighbors countries ভারতের প্রতিবেশী দেশগুলো




India's neighbors countries ( ভারতের প্রতিবেশী দেশগুলো) gksolves.com 
Competitive exam study material like Railway NTPC,Psc Clerkship,police etc special.
  • ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি – নয়টি ৷
  • ভারতের প্রতিবেশী দেশ গুলির নাম লেখ – ভারতের প্রতিবেশী দেশগুলি হল – (১) নেপাল (২) ভুটান (৩) শ্রীলঙ্কা (৪) পাকিস্থান (৫) মায়ানমার (৬) বাংলাদেশ (৭) মালদ্বীপ (৮) চীন (৯) আফগানিস্থান ৷
  • কোন প্রতিবেশী দেশের তিন দিকে ঘিরে রয়েছে ভারতের সীমানা – বাংলাদেশ ৷
  • কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে – চীন,নেপাল,ভূটান,বাংলাদেশ,মায়ানমার,পাকিসথান,আফগানিস্থান৷
  • সম্পূর্ন স্থলভাগ বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখ – নেপাল ও ভূটান ৷
  • ভারত ও শ্রীলঙ্কা কোন প্রনালী দ্বারা বিচ্ছিন্ন ? – পক্ প্রনালী ৷
  • ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করে আছে ?- পশ্চিমবঙ্গ ও সিকিম ৷
  • আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করে আছে – পশ্চিমবঙ্গ ও সিকিম ৷
  • এমন দুটি দেশের নাম লেখ যাদের সমুদ্র বন্দর নেই – নেপাল ও ভূটান ৷
  • আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখ – পাকিস্থান ৷
  • কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশিল – নেপাল ও ভূটান ৷
  • ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে জলপথে বাণিজ্য করে ?- শ্রীলঙ্কা ও মালদ্বীপ ৷
  • পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে ?- আসাম,মেঘালয়,ত্রিপুরা,মিজোরাম ৷
  • প্রতিবেশি দেশগুলি কোনটি কোন দেকে ? – পূর্বদিকে – বাংলাদেশ,মায়ানমার পশ্চিমদেকে – পাকিস্থান,অফগানিস্থান   উত্তরদিকে আছে – চিন,নেপাল,ভূটান  দক্ষিনদিকে – শ্রীলঙ্কা,মালদ্বীপ ৷
  • SAARC কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৮৫ সালে ৷
  • SAARC এর পুরো নাম কি – South asian association for regional and co operation.
  • SAARC কটি দেশ নিয়ে গঠিত – SAARC আটটি দেশ নিয়ে গঠিত (১) বাংলাদেশ (২) নেপাল (৩) ভূটান (৪) শ্রীলঙ্কা (৫) পাকিস্থান (৬) মালদ্বীপ (৭) ভারত (৮) আফগানিস্থান ৷
  • SAARC কি উদ্দেশ্যে গঠিত হয় – ভারত ও তার প্রতিবেশী দেশমিলে শান্তি,স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে SAARC গঠিত হয় ৷
  • নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি ? এর উচ্চতা কত ?- মাউন্ট এভারেস্ট, উচ্চতা : ৮৮৪৮ মিটার ৷
  • নেপালের প্রধান নদীর নাম কি – কালিগন্ডক ৷
  • নেপালের রাজধানীর নাম কি – কাঠমান্ডু ৷
  • নেপালের প্রধান প্রধান শহরের নাম কি ? – পোখরা,বিরাটনগর,জনকপুর৷
  • ভূটানের উচ্চতম শৃঙ্গের নাম কি ? – কুলকাংড়ি (৭৫৫৪মি) ৷
  • ভূটানের প্রধান নদীর নাম কি? – মানস ৷
  • ভূটনের রাজধানীর নাম কি ? – থিম্পু ৷
  • ভূটনের প্রধান ভাষার নাম কি ? – জাংথা ৷
  • ভূটনের প্রধান শহরগুলি কি কি ? – ফুন্টশোলিং,পারো,পুনাখা৷
  • কোন দেশ কে ‘বজ্রবিদ্যুতের দেশ’ বলা হয় – ভূটান কে ৷
  • ভূটান কে বজ্রপাতের দেশ বলে কেন – ভূটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে ভূটানকে বজ্রপাতের দেশ বলে ৷
  • বাংলাদেশের প্রধান নদীর নাম কি – মেঘনা ৷
  • বাংলাদেশের রাজধানীর নাম কি – ঢাকা ৷
  • বাংলাদেশের সর্বচ্চ শৃঙ্গের নাম কি – কেওক্রাডাং৷
  • বাংলাদেশের প্রধান প্রধান শহরের নাম কর – চট্টগ্রাম,শ্রীহ্ট্ট,খুলনা৷
  • বাংলাদেশের কোথাকার তাঁতের কাপড় বিখ্যাত – টাঙ্গাইল ৷
  • বাংলাদেশের কোথাকার মসলিন কাপড় জগৎ বিখ্যাত – ঢাকা ৷
  • বাংলাদেশের প্রধান ভাষার নাম কি – বাংলা ৷
  • মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি – কাকাবোরাজি (৫৫৮১মি)
  • মায়ানমারের প্রধান নদীর নাম কি – ইরাবতি ৷
  • মায়ানমারের প্রধান ভাষার নাম কি – বর্মি ৷
  • মায়ানমারের রাজধানীর নাম কি – নেপাইদাউ ৷
  • মায়ানমারের প্রধান প্রধান শহরের নাম কি – ইয়াংগন,মান্দালয়,মৌলমেন৷
  • শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি – পেড্রোতালাগালা(২৫২৭মি)৷
  • শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি – মহাবলীগঙ্গা ৷
  • শ্রীলঙ্কার রাজধানীর নাম কি – শ্রী জয়বর্ধনপুরকোট্রে ৷
  • শ্রীলঙ্কার প্রধান ভাষা কি – সিংহলী ৷
  • মায়ানমারের কোন মূল্যবান রত্ন পৃথিবী জোড়া খ্যাতি লাভ করেছে – পদ্মরাগমনি ৷
  • শ্রীলঙ্কার প্রধান প্রধান শহর কি কি – কলম্বো,জাফনা,কান্তি,রত্নপুরা৷
  • শ্রীলঙ্কার অধিবাসিদের প্রধান জীবিকা কি – কৃষিকাজ ৷
  • শ্রীলঙ্কার প্রধান অর্থকারি ফসল কি – নারকেল ৷
  • কি চাষে শ্রীলঙ্কা বিখ্যাত?- রবার চাষে ৷
Study material 

www.gksolves.com 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.