HISTORY 50 SAQ


ইতিহাস ৫০+
SAQ

HISTORY 50 SAQ
Rail,Police,Psc,Wbcs etc


1. সর্বভারতীয় কৃষাণসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।
2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।
উত্তর : বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।
3. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।
4. বোম্বাইতে “Trade Union” শ্রমিক সংস্থাটি কে গঠন করে ?
উত্তর : জোসেফ ব্যাপ্তিস্তা
5. Public Safety Act কী??
উত্তর : Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।
6. বেট্টি প্রথা কী?
উত্তর : বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।
৪. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।
9. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?
উত্তর : সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।
10. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।
11. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উত্তর : মাদারি পাসি।
12. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?
উত্তর : লাঙ্গল পত্রিকা।
13. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে।
14. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।
15. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে
16. গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?
উত্তর : মাতঙ্গিনী হাজরা ।
17. মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?
উত্তর : সূর্যসেন ।
18. রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর : লক্ষ্মী সেহগল।
19. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।
20. রশিদ আলি কে ছিলেন?
উত্তর : আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।
21. পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর
22.. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?
উত্তর : শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে ।
23.. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ?
উত্তর : শ্রী হরিচরণ ঠাকুরকে।
24. হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।
25. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : গান্ধিজি।
26. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লালা হরদয়াল।
27. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?
উত্তর : ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।
28. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।
29. ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?
উত্তর :সরলা দেবী চৌধুরানী গঠন করেন।
30. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?
উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দে।
31. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?
উত্তর : ১৪টি
32. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।
33. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?
উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।
34. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?
উত্তর : গান্ধিজি নেতা শ্রীরামালু ।
35. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?
উত্তর : জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।
36. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?
উত্তর : সেখ আবদুল্লা।
37. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।
38. ভি. পি. মেনন কে ছিলেন?
উত্তর : স্বরাষ্ট্রসচিব।
39. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।
40. লৌহ মানব কাকে বলা হত?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেলকে ।
41. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?

উত্তর : ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।
42. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?
উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে
43. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর : দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।
44. কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং।
45. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর
46. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
47. পেপসু কী?
উত্তর : পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।
48. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?
উত্তর : ‘তমস’।
49. ‘A train to Pakistan’ গ্রন্থটি কার রচনা?
উত্তর : খুশবন্ত সিং-এর ।
50. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : প্রফুল্ল চক্রবর্তী
Gksolves.com

THANK YOU VISIT AGAIN

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.